
নিজস্ব প্রতিবেদক:: সাভারের আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে দুপুরে আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং সংলগ্ন এম এস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে স্বপনের রুম থেকে সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল জামগড়ার ইস্টার্ন হাউজিং সংলগ্ন রিপনের মালিকানাধীন ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় ওই বাড়ির ২য় তলার স্বপনের ভাড়া বাসা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, অভিযানের সময় স্বপনের ভাড়া বাসায় বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মাদকদ্রব্য ইয়াবা সেবন করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে বাসার ছাদ দিয়ে পালিয়ে গেলেও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরবর্তীতে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে পুলিশ।



Discussion about this post