
স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ট্রাফিকের বিশেষ কল্যাণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিশেষ কল্যাণ সভায় কমিশনার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তার বক্তব্যে ট্রাফিক সদস্যদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে সেবার মান আরও উন্নতি করনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ ট্রাফিকের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



Discussion about this post