প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ণ
টঙ্গীতে রিভলবার ও গুলিসহ একজন আটক

মোঃ মোস্তফা মিয়া, টঙ্গী গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. রাকিব হাসান (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। আটক রাকিব হাসান বরিশালের বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী হিমারদিঘী বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, “যথেষ্ট ঝুঁকি সত্ত্বেও আমাদের পুলিশ সদস্যরা অস্ত্রধারী এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]