
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করেন। বিষয়টি প্রথমে জানাজানি না হলেও, সন্ধ্যার দিকে অন্য শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে হল রুম থেকে বাইরে এনে চুল কেটে দেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেছি।’
শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে পুলিশের কাছে তুলে দেই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।



Discussion about this post