
চুয়াডাঙ্গা প্রতিনিধি:- নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও মূল্য (এমআরপি) বিহীন ওষুধ বিক্রয়ের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডার পাঁচ হাজার এবং মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অপরদিকে, মেয়াদোত্তীর্ণ ও এমআরপি বিহীন ওষুধ বিক্রির দায়ে মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা লঙ্ঘন করেছিল।



Discussion about this post