

মুজফফরপুর প্রতিনিধি : গত ১ জুলাই ২০২৫ইং তারিখে লায়ন্স ক্লাব অফ মুজফফরপুর সেঞ্চুরির উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা সম্মানিত চিকিৎসক ও সিএদের সম্মাননা প্রদান করা হয়।
চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা ও মানবিক দায়িত্ববোধকে শ্রদ্ধা জানিয়ে এ দিন শহরের খ্যাতনামা চিকিৎসক ডঃ মুরারি আগারওয়াল, ডঃ কে. সি. সিনহা, ডঃ পমিত তিওয়ারি – তাঁদের সম্মানিত করা হয়। এই সম্মাননা প্রদানকালে হানুমান জি মহারাজের মূর্তিকে অঙ্গ বস্ত্র পরিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই অনুষ্ঠানে চার্টার্ড হিসাবরক্ষক দিবস উপলক্ষে দেশের অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুই সিএ: # সিএ রাহুল কেজরিওয়াল, # সিএ শিল্পী কেজরিওয়াল তাঁদেরকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের সম্মানে হানুমান জি মহারাজের মূর্তিকে অঙ্গ বস্ত্র পরিয়ে পূজার্চনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন হরিশ জিন্দাল, রাষ্ট্রপতি, লায়ন্স ক্লাব অফ মুজফফরপুর সেঞ্চুরি। তিনি বলেন, “চিকিৎসক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সমাজের নীরব সৈনিক। তাঁদের নিষ্ঠা ও পেশাদারিত্ব সমাজকে এগিয়ে নিতে অনুপ্রেরণা দেয়।” অনুষ্ঠানজুড়ে ছিলো প্রশংসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরপুর এক পরিবেশ।



Discussion about this post