
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (BFA)–এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব মোহাম্মদ ওয়ালিউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনাব বশির আহমেদ, বিজনেস ডিরেক্টর, বাংলাদেশ এ.সি.আই ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এক অভিনন্দন বার্তায় বশির আহমেদ বলেন, “জনাব মোহাম্মদ ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফার্টিলাইজার শিল্পে আরও গতি ও গতিশীলতা আসবে বলে আমরা বিশ্বাস করি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা এসোসিয়েশনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করেন এবং কৃষি ও সার খাতে ভবিষ্যৎ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



Discussion about this post