প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
শ্রীপুরে ব্যারিস্টার জাহিদ হাসানকে সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপুরে কর্নপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী ও শ্রীপুরের কৃতিসন্তান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বাদ আসর মাদরাসা অডিটরিয়ামে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মো. নুরে আব্দুল হাই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদরাসা কর্তৃপক্ষ ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ ও ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদকে সম্মাননা স্মারক তুলে দেন। ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে 'আকন্দ ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে যুক্তরাজ্যে অবস্থান করে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে আন্দোলনে ভূমিকা রাখেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]