
নিজস্ব প্রতিবেদক :- গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে গাজীপুর জেলা কৃষকদলের নেতৃবৃন্দরা কিন্তু উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছে আওয়ামীলীগের দোসর ডাবল মার্ডার মামলার আসামী মোঃ জিলাল উদ্দিন। এই নিয়ে গাজীপুর সদর উপজেলায় দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া, চলছে বিভিন্ন স্তরের গুঞ্জন। আওয়ামী ফ্যাসিষ্টের দোসর জিলাল উদ্দিনের পদ থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন। গত ২২ মে গাজীপুর সদর উপজেলা কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইসকান্দার হোসেন আনুর স্বাক্ষরিত অনুমোদন পত্রে গাজীপুর সদর উপজেলা কৃষক দলের কমিটিতে আসাদুজ্জামান হারুনকে আহ্বায়ক ও আমিনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এতে কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক ও ২৮ জন সাধারণ সদস্য রয়েছেন। যুগ্ম আহ্বায়করা হলেন আনোয়ার হোসেন আয়নাল, সাদিকুল ইসলাম (শুভ), হালিম মিয়া, সেলিম কাইয়া, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, আজিজুল ইসলাম, ফারুক সরকার, আকরাম হোসেন, আবু সাঈদ, ইসমাইল হোসেন, সুমন খান, হাসান মোল্লা, জয়নাল উদ্দিন, ওসমান গনি এবং জিলাল উদ্দিনসহ নতুন কমিটি ঘোষণা করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া জিলাল উদ্দিন ছিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী রাতের ভোটে আওয়ামীলীগের এমপি নির্বাচিত হওয়া ইকবাল হোসেন সবুজের নির্বাচন করছে গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের নেতা হারুনর রশীদ বি এস সির সাথে। নির্বাচনে অংশ নেওয়া প্রচার প্রচারনার বহু ছবি আমাদের নিকটে আছে শুধু তাই না জিলাল উদ্দিন এলাকার ডাবল মার্ডার মামলার একজন এজাহার ভুক্ত আসামী, সে জামিন পেয়ে উক্ত মামলা থেকে বাঁচতে আওয়ামীলীগের বিভিন্ন মিছিল মিটিং করেছে আমাদের চোখের সামনে। তবে দেশের রাজনৈতিক এমন পরিস্থিতিতে একজন সক্রিয় আওয়মীলীগ কর্মী কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন কৃষকদলে স্থান পেলো প্রশ্ন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের। উক্ত বিষয়ে জানতে গাজীপুর সদর উপজেলা কৃষকদলের কমিটিতে সদ্য পদ পাওয়া জিলাল উদ্দিনের নিকটে জানতে চাইলে তিনি বলেন উক্ত ছবি গুলো আমার না এগুলো এডিট করা মার্ডার মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। গাজীপুর সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান হারুনের নিকট জানতে চাইলে তিনি জানান জিলাল উদ্দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এটা আমরা জানি কিন্তু আমাদের কমিটিতে কিভাবে স্থান পেল সেটা বলতে পারবো না। আপনি বিষয়টি গাজীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার হোসেন আনুর সাথে যোগাযোগ করুন তিনি ভালো বলতে পারবেন। সদর সচিব আমিনুল ইসলাম বলেন কমিটির বেপারে আমরা কিছু বলতে পারছি না আপনি গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিবের সাথে কথা বলেন তিনি বলতে পারবেন, আপনি আসেন আপনার সাথে সরাসরি কথা বলবো বলে ফোন কেটে দেন।



Discussion about this post