প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় মামলাবাজ বিএনপি নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে একাধিক ' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক এ বিএনপি নেতা পলাতক ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদে রয়েছেন। পুলিশ জানায়, রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রিসোর্টে অবস্থান করছিলেন জিয়াউল হক স্বপন।তার অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশের তথ্য বলছে,জিয়াউল হক স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী,শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অংকের টাকা।স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যার চেষ্টা মামলায় আসামি হিসেবে তার নাম রয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে।আজ তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে ।সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]