
শেখ মামুনুর রশীদ মামুন:- ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। অভিযানগুলো ময়মনসিংহ জেলার গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত হয়। অভিযান-১: গৌরীপুরে বাড়ি থেকে মাদকসহ গ্রেফতার কালাম। গত ৫ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিটে গৌরীপুর থানার বারুয়ামারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মোঃ কালাম মিয়া (৩৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান। জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযান-২: কোতোয়ালীতে চায়ের দোকানের সামনে হাতেনাতে ধরা কামাল। একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ গাজীপুর জেলার শ্রীপুরের কামাল উদ্দিন (৪৮) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) রাজীব তালুকদার। কামালের বিরুদ্ধেও রয়েছে ২টি মাদক মামলা। আইনি ব্যবস্থা ও পরবর্তী কার্যক্রমঃ উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সক্রিয় ছিল এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, ‘মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’



Discussion about this post