
মহেশপুর (ঝিনাইদহ), প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও, চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা প্রশংসনীয় বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথম অভিযানটি পরিচালিত হয় আজ রাত ১২টা ৫০ মিনিটে। বেনীপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৬২/১-এস এলাকা থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. শামীম হোসেনের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি টহল দল।
দ্বিতীয় অভিযানটি একই তারিখ রাত ১২টা ৩০ মিনিটে চালানো হয় উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭১/২-এস এলাকা থেকে। টহল দল সন্তোষপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ এবং ৩৯২ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করে।
তৃতীয় অভিযানটি সংঘটিত হয় ৫ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে খোসালপুর বিওপি’র আওতায়। সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর ২০০ গজ বাংলাদেশের ভেতরে গোলাম হোসেনের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ভারতীয় মদ।
চতুর্থ ও শেষ অভিযানে, আজ ভোর ৪টা ১০ মিনিটে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১০-আর এর নিকটে অভিযান চালিয়ে ২১২ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। এই চোরাচালানবিরোধী অভিযানটি পরিচালনা করেন নায়েক মো. জাহাঙ্গীর কবির।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছি।”



Discussion about this post