
মহেশপুর (ঝিনাইদহ), প্রতিনিধি : ভারতের ইছামতি নদীর পাশ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক মুহাম্মদ ওয়াসিম আকরামের মরদেহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর সহযোগিতায় বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/২০-আর এর বিপরীতে, ভারতের ইছামতি নদীর পার্শ্বে অজ্ঞাত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সেদিন রাতেই বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পরদিন ১২ এপ্রিল বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ রমজান আলী বাঘাডাঙ্গা বিওপিতে এসে দাবি করেন, মৃতদেহটি তার ছেলে মুহা. ওয়াসিম আকরামের, এবং তিনি মরদেহ ফেরত পেতে বিজিবির কাছে আবেদন করেন।
এরপর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করে। এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই বিএসএফ ওয়াসিমের মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়ে সম্মতিসূচক চিঠি পাঠায়।
আজ ৫ জুলাই সকাল ১১টায় সীমান্ত পিলার ৬০-এর নিকট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি নিয়ে আসে। নিহত ওয়াসিমের পিতা রমজান আলী ও বড় ভাই মো. মেহেদী হাসান মরদেহের পরিহিত কাপড় দেখে তা শনাক্ত করেন।
১২টা ৫০ মিনিটে ভারতীয় পুলিশ মরদেহটি বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম ও বাঘাডাঙ্গা গ্রামের মেম্বার মো. ওবায়দুল ইসলামের উপস্থিতিতে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “মানবিক দিক বিবেচনায় এবং পারিবারিক আবেদনের প্রেক্ষিতে বিজিবি এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।”



Discussion about this post