প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ : লাগাতার অবস্থান কর্মসূচি চলছে

স্টাফ রিপোর্টার :- চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ২০২৫ সালের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষার্থীরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়ম হয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং তদন্ত চলাকালীন নিয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সেনাবাহিনী, পুলিশ ও ডিবি কর্মকর্তাদের উপস্থিতিও দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে। তবে অভিযোগের নিষ্পত্তি ছাড়াই চূড়ান্ত নিয়োগ কার্যক্রম চলায় উত্তেজনা বাড়ছে। আন্দোলনকারীরা বলেন, “একটি তদন্ত চলাকালীন নিয়োগ চূড়ান্ত হলে তা তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে।” তারা জানান, অনিয়ম ও দুর্নীতির ঘটনার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং পূর্ববর্তী পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের দাবি তোলেন। আন্দোলনকারীরা আরও জানান, ১৩ হাজারের বেশি পরীক্ষার্থী এ নিয়োগ পরীক্ষায় অংশ নেন। যদি সবাই রাস্তায় নামেন, তবে আগের বিতর্কিত পরীক্ষা বাতিল করতে কর্তৃপক্ষ বাধ্য হবে। চাকরিপ্রত্যাশীদের পাশাপাশি শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের এই আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের মূল দাবিগুলো: # অনিয়ম-দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত # তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত # আগের বিতর্কিত পরীক্ষা বাতিল # পুনরায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা গ্রহণ। চুয়াডাঙ্গায় এখন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]