প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে ৩২ টি মোবাইল ও নগদ টাকা ফেরত

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে প্রতারকদের কাছ থেকে সংঘটিত প্রতারণার অর্থ ও মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।এসময় বিভিন্ন সময়ে হারানো বিভিন্ন মডেলের ৩২টি স্মার্ট ফোন এবং মোবাইল ফাইন্যান্সসিয়াল সার্ভিসে খোয়া যাওয়া ১লাখ ৭১ হাজার টাকা ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গা'র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]