প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
কোটচাঁদপুরে বাইসাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে রং বোঝাই ট্রাক উল্টে গেলো

ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা :- কোটচাঁদপুরে খাদে পড়েছে রং ভর্তি ট্রাক। রবিবার(৬ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার দুধসরা বাসস্ট্যান্ডের অদুরে। জানা যায়,বরিশাল থেকে ফিক্সজিট কোম্পানির রং লোড দিয়ে আসছিলো। কোটচাঁদপুরের দুধসরা বাসস্ট্যান্ড পার হওয়ার পর সড়কের উপর এক বৃদ্ধ বাইসাইকেল আরোহীকে দেখতে পায়। এ সময় বার বার হুইসেল দেবার পরও তিনি সড়ক থেকে সরে না যাওয়ায় পাশ দিয়ে বের হতে গেলেই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটিতে আনুমানিক ২০ লাখ টাকার রং ছিল,বলে জানা গেছে।ট্র্যাক উল্টে যাওয়ায় রং সব ট্র্যাকের নিচে পড়ে গেছে। এতে করে রংয়ের কৌটা ফেটে রং পড়ে গেছে। ক্ষতি হয়ে গেছে অনেক টাকা। এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল ত্যাগ করেন ওই সাইকেল আরোহী বৃদ্ধ। এ কারনে ওনার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। কোটচাঁদপুর থানার জরুরি ডিউটিরত উপপরিদর্শক (এসআই)শহিদুল ইসলাম বলেন,খবর শোনার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। ট্রাক উল্টে কিছু মালামালের ক্ষতি হলেও ড্রাইভার ও হেলপার ভাল আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]