প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনে উপযুক্ত স্থান নির্বাচনে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : - ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা জেলায় “জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ” স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা 08 জুলাই 2025ইং তারিখ সকাল ১১:০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, চুয়াডাঙ্গা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্মৃতি স্তম্ভের প্রস্তাবনা ও নকশা উপস্থাপন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় স্মৃতি স্তম্ভের গুরুত্ব, প্রতীকী তাৎপর্য এবং সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সকলে জাতীয় ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে শহিদদের আত্মত্যাগ সম্পর্কে অবহিত করতে এ প্রকল্প বাস্তবায়নের প্রতি ঐক্যমত পোষণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]