প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
গাজীপুরে প্রথমবারের মতো ছায়া জাতিসংঘ সেমিনার, তরুণদের মাঝে নেতৃত্বের জাগরণ

স্টাফ রিপোর্টার: - গাজীপুরে শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করল “ছায়া জাতিসংঘ সেমিনার”। তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও HYD – House of Youth Dialogue-এর আয়োজনে গাজীপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন। সেমিনারটি অনুষ্ঠিত হয় গাজীপুর চৌরাস্তায় অবস্থিত BIST অডিটরিয়ামে, যেখানে শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধি সরাসরি অংশ নেন। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক বিতর্ক ও নেতৃত্ব দক্ষতা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া। MUN বা Model United Nations বিষয়ে যারা নতুন, তাদের জন্য এটি ছিল হাতে-কলমে শেখার অসাধারণ সুযোগ। আকন্দ ফাউন্ডেশনের বিশেষ অবদান এই আয়োজনের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে আকন্দ ফাউন্ডেশন। তরুণদের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষা-সংস্কৃতি বিস্তারে কাজ করা এই সেবামূলক সংস্থাটি নিয়মিতভাবেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এই সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. জাহিদ হাসান আখন্দ, যিনি HYD-এর প্রতিষ্ঠাতাও। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, চিন্তা ও নেতৃত্বকে বিকশিত করতে হলে এ ধরনের আন্তর্জাতিকমানের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আকন্দ ফাউন্ডেশন সে দিকেই কাজ করছে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: শিক্ষাবিদ মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক, BGIFT Institute of Science and Technology( BIST) বক্তারা বলেন, তরুণদের মাঝে নেতৃত্ব ও আন্তর্জাতিক বোধ গড়ে তুলতে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী। শিক্ষাবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ ও পরিচালক, আগ্রণী মডেল কলেজ এবং পরিচালক, BGIFT Institute of Science and Technology( BIST) আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেট বিতরণ করা হয়। সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন-এর মাধ্যমে অংশগ্রহণের সুযোগ ছিল। আকন্দ ফাউন্ডেশন ও HYD এর এমন যুগান্তকারী উদ্যোগ ভবিষ্যতে দেশব্যাপী তরুণ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]