প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ণ
টঙ্গীতে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শফিকুল ইসলাম শিমুল,গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ শুক্কুর আলী (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া শুক্কুর আলী টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে। তিনি একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি বলে শৃঙ্খলা বাহিনী সূত্র জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই শুক্কুর এলাকায় মাদক কারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। এ সময় শুক্কুরের কাছ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে রাখা বাকি ইয়াবাগুলোও উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএনসি জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]