
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরের এক সুপরিচিত মুখ, নোভা ডায়াগনস্টিক সেন্টারের সাবেক স্বত্বাধিকারী এবং সোহাগ ফার্মেসীর মালিক, হাফেজ মামুনুর রশিদ সোহাগ (বয়স ৪০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহ ইউনিয়নের শঙ্করচন্দ্র গ্রামের বাসিন্দা । একজন সদালাপী, প্রাণবন্ত ও প্রিয় ব্যক্তি হিসেবে তিনি চুয়াডাঙ্গা শহরে পরিচিত ছিলেন। আল ইনসাফ ইসলাম একাডেমীর সাবেক ছাত্র ছিলেন সোহাগ। তাঁর অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন গভীর শোক প্রকাশ করে বলেছেন, “সোহাগ একজন সহজ-সরল, মানুষকে আপন করে নেওয়ার মতো একজন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।” স্মৃতিচারণে অনেকেই জানিয়েছেন, চুয়াডাঙ্গায় এলেই তিনি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করতেন, খোঁজখবর নিতেন। আজ সেই প্রিয় কণ্ঠস্বর চিরদিনের জন্য থেমে গেল। আমরা দৈনিক আমাদের সংবাদ-এর পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর সকল গোনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দান করুন। আমিন।



Discussion about this post