
নিজস্ব প্রতিবেদক:- বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মুল্যায়ন করার জন্য মির্জাপুরে জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেকে। দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। ছাত্রজীবন থেকে যে শিক্ষা ও দীক্ষা তাঁর জীবনকে আলোকিত করে তোলে, তার শিখা চিরন্তন করে রাখছেন তিনি। স্কুলজীবন থেকেই মোঃ রাকিবুল ইসলাম মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। নিজেই নিজেকে রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অণুপ্রেরনায় ছাত্রজীবন থেকেই মির্জাপুরে জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তাঁর। আর সে জন্যই ভাগ্যকে সে জয় করতে গিয়ে নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাননি। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসকগোষ্ঠীর অত্যাচার—সব কিছু সহ্য করেছেন; কিন্তুমোঃ রাকিবুল ইসলাম কোন নেতা-কর্মীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস সরকারকে উৎখাত করতে মির্জাপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তুলা মোঃ রাকিবুল ইসলাম ছিল কর্মীদের প্রাণশক্তি।তাঁর ব্যাক্তিগত আয়-রোজগার হতে দলের বিগত দিনগুলোতে সামর্থ্যে সবটুকু দিয়ে নিপীড়িত নেতা-কর্মীদের খোঁজ-খবর রেখে এবং সহযোগীতার হাত বাড়িয়ে কর্মীদের মাঝে দেবদুতে পরিণত হন।পাশাপাশি দলের অগ্রজ নেতাদের প্রতি অগাধ আস্তা আর শ্রদ্ধাবোধ ছিল অকৃপন। তাঁকে স্পর্শ করেনি দলীয় গ্রুপিং।বর্তমানে গাজীপুর-৩ আসনের বিএনপির নেতৃত্বের কর্নধার অধ্যাপক ডাঃরফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক আদর্শে উজ্জবীত হয়ে দলকে সাংঘঠিনভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারন মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন মোঃ রাকিবুল ইসলাম ।তাঁর লক্ষ্য ছিল মানুষের আপন হওয়া এবং তার রাজনীতি যাতে দল এবং সমাজের কল্যাণে আসে। একজন প্রকৃত নেতা হওয়ার সব গুণই মির্জাপুরে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তাঁর মধ্যে খুঁজে পান।সেকারণেই জাতীয়তাবাদী দলের তৃনমুলের নেতাকর্মীরা আসন্ন মির্জাপুর ইউনিয়ন বিএপির পুর্নাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাখতে এরই মধ্যে মোঃ রাকিবুল ইসলামের পক্ষে ইউনিয়ন ওয়ার্ড হতে শুরু করে উপজেলা,জেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানানো হচ্ছে বলে একটি বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংঘঠন শকক্তিশালী করতে বিগত দিনে পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দলের গুরুত্বপুর্ন বা দায়িত্বশীল জায়গায় রাখার যে দিকনির্দেশনা রয়েছে তা মির্জাপুর বাস্তবায়িত করলে আসন্ন মির্জাপুর ইউনিয়ন বিএনপি কমিটিতে মোঃ রাকিবুল ইসলাম দায়িত্বশীল ভালো পদের দায়িত্ব পাবে এমনটায় ধারনা বা বিশ্বাস মির্জাপুর ইউনিয়ন নেতাকর্মীদের। রাকিবুল ইসলামের ঈর্ষানীয় নেতৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনার শক্তি কোথায়?’ রাকিবুল ইসলাম সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার দলের সবপর্যায়ের নেতাকর্মীদেরকে আমার পরিবারের সদস্য মনে করি,আমার এলাকার জনগণকে ভালোবাসি।’ ‘আর আপনার দুর্বল দিকটা কী?’ রাকিবুল ইসলামের উত্তর,শহীদ জিয়ার আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা আর দেশ নায়ক তারেক রহমানে দুড়দৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের অন্তর্নিহিত শক্তির ওপর অপার আস্থা-বিশ্বাস, অসাম্প্রদায়িক,নেতাকর্মীদের প্রতি নিঃশর্ত ভালোবাসা, মমত্ববোধ, দলের দুর্দিনে অসীম ত্যাগ স্বীকার এবং সহমর্মিতার বিরল দৃষ্টান্তসমৃদ্ধ মানুষ মির্জাপুরে রাকিবুল ইসলাম।



Discussion about this post