
স্টাফ রিপোর্টার :- গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার নকল সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় আশিক (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়, যিনি দীর্ঘদিন ধরে এসব নকল সিগারেট বাজারজাত করছিলেন। গ্রেফতারকৃত আশিক জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকার শামসুল মেম্বারের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একটি গুদাম ঘরে নকল সিগারেট সংরক্ষণ ও বিক্রি করতেন।
কোনাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অভিযান পরিচালনাকারী কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় জানান, আটককৃত আশিক দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় নকল সিগারেট সরবরাহ করতেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



Discussion about this post