প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ঢেউটিন ও চেক প্রদান

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। জানা যায়, সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে ৮৮ বান্ডিল ঢেউটিন ও মোট ২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে সরকারিভাবে তাদের পুনর্বাসনে এ সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]