
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া এক নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (১৫ই জুলাই )সেনাপ্রধানের সরাসরি নির্দেশনায় তাকে তার নিজ বাসা নাটোর থেকে বগুড়া সিএমএইচে (সামরিক হাসপাতাল) স্থানান্তর করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, গত ২৬ জুন হালিমা ও শাহানাজ নামের দুই নারীকে কিছু দুষ্কৃতকারী নির্মমভাবে নির্যাতন করে। গরম পানি ও মরিচের গুঁড়া মিশ্রিত পানি তাদের ওপর ঢেলে দেওয়ার পাশাপাশি তাদের একজনকে মাথায় আঘাতও করা হয়। নির্যাতনের ঘটনার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে এবং ছয়জন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। আহত নারীদের একজন বর্তমানে স্থিতিশীল হলেও, শাহানাজ নামের ওপর নারীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা ব্যয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে, যা পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশে ভুক্তভোগী নারীর উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে প্রয়োজনীয় সকল চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এমন উদ্যোগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাবাহিনীর এই ভূমিকা শুধু নিরাপত্তা নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও তাদের দায়িত্বশীলতার প্রমাণ বহন করে।



Discussion about this post