
স্টাফ রিপোর্টার, অভি খায়রুল ইসলাম সাভার:- সাভার পৌরসভার জামশিং ১ নং ওয়ার্ডের গর্ব, সুইপার জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুলতান শেখ-এর নেতৃত্বে একটি মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে সাভার পৌরসভা এবং আশুলিয়ার বাইপাইল এলাকায় ড্রেন ও রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণত অবহেলিত ও নোংরা হয়ে পড়া এসব ড্রেন ও রাস্তা অনেক দিন ধরেই স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
মোঃ সুলতান শেখ-এর উদ্যোগে সংগঠনের কর্মীরা নিজ হাতে ঝাড়ু, বালতি ও পরিষ্কারের অন্যান্য সরঞ্জাম নিয়ে নেমে পড়েন কাজের মাঠে। তাঁদের এই নিরলস প্রচেষ্টায় এলাকায় ফিরে এসেছে পরিচ্ছন্নতা ও স্বস্তি।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “সরকারি উদ্যোগ ছাড়াও যদি প্রতিটি এলাকার মানুষ এমনভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের শহর অল্প সময়েই পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।” পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে মোঃ সুলতান শেখ প্রমাণ করেছেন—সেবা করার জন্য শুধু পদ বা ক্ষমতা নয়, দরকার সদিচ্ছা ও সামাজিক দায়বদ্ধতা। তাঁর এই মানবিক উদ্যোগে অন্যরাও উদ্বুদ্ধ হবেন বলে আশা করছেন সচেতন মহল।



Discussion about this post