
আল আমিন, নাটোর প্রতিনিধি :- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল নাটোর জেলার লালপুর উপজেলার গোলাপপুর ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়ায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ জামশেদ আলী (৭৫) এবং তার কন্যা মোছাঃ মরিয়ম (৩৫) এর বসতবাড়ির আঙ্গিনা থেকে একটি গাঁজা গাছ এবং আনুমানিক ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য রাখার দায়ে ঘটনাস্থল থেকেই বাবা-মেয়েকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা গাছ ও অন্যান্য আলামতসহ বাবা-মেয়েকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



Discussion about this post