স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুর বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন কর হয়। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার , আরশাফ নেওয়াজ চৌধুরী শাওন, সদস্য সচিবসহ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।
