
আল আমিন, নাটোর প্রতিনিধি :- গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি জেনারেল মাওলানা সাদেকুর রহমান প্রমুখ। এসময় বক্তারা গোপালগঞ্জের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান।



Discussion about this post