স্টাফ রিপোর্টার: অভি খায়রুল ইসলাম, সাভার | ১৮ জুলাই সাভার পৌরসভা ও আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবেশ সচেতনতার অংশ হিসেবে সুইপার জনকল্যাণ সংগঠনের উদ্যোগে ড্রেন ও রাস্তা পরিষ্কারের একটি মহতী কর্মসূচি পরিচালিত হয়েছে।
এই মানবিক ও প্রশংসনীয় কার্যক্রমের নেতৃত্ব দেন জামশিং ১ নং ওয়ার্ডের গর্ব, সুইপার জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সুলতান শেখ। তার ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তাধারার ফলেই এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ স্বপন মিয়া, প্রচার সম্পাদক মোঃ বকুল মিয়া, এবং সেক্রেটারি আলী আজগর। তারা সকলেই সম্মিলিতভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।
এ সময় এলাকাবাসী ও স্থানীয় পথচারীরা তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এমন কার্যক্রম নিয়মিত হলে সাভার ও আশেপাশের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে তারা শুধু রাস্তা ও ড্রেন পরিষ্কার করেই থেমে থাকেননি, বরং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শ ও অনুরোধও জানিয়েছেন যেন কেউ রাস্তা বা ড্রেনে ময়লা না ফেলেন।
সাভার পৌরসভা এলাকায় এই ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক, তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫