আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী, সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ অন্যান্যরা।
প্রতীকী ম্যারাথন শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন। ম্যারাথনে প্রথম ৫০ জন ফিনিশারের মাঝে মেডেল প্রদান করা হয়। প্রতীকী ম্যারাথনের অগ্রভাগে ছিলেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫