
আল আমিন, নাটোর প্রতিনিধি:- জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আসিফ, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, ফয়সাল আহমেদ সম্রাট প্রমুখ।



Discussion about this post