প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
জীবননগর সীমান্তে ৩১ লাখ টাকা মূল্যের ২ টি স্বর্ণেরবার উদ্ধার

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির একটি টহল দল সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)উপজেলার গয়েশপুর সীমান্তের একটি মাঠে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী এক অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৪ নং মেইন পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]