প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
নাটোরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান- মদ ও কাঁচামাল জব্দ, আটক -১

আল আমিন, নাটোর প্রতিনিধি :- সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী । গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ, মদ উৎপাদনের কাঁচামাল এবং নগদ অর্থ জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা: নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। জব্দকৃত মালামালসমূহ- ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, ৩০ লিটার বাংলা মদ ও নগদ ৫০ হাজার টাকা। আটককৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]