স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি’’ এই স্লোগানে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (ব্রি) সদর দপ্তরে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় কর্মসূচিতে উপস্থিত ব্রির সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধানগণ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিক প্রতিনিধিসহ ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির পরিচালক ড. মুন্নুজান খানম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ এক কার্যকর উপায়। বৃক্ষ কার্বনডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এবং সেই সাথে অক্সিজেন সরবরাহ করে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ কার্যক্রমে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং আমাদের চারপাশ সবুজ করে তুলি, যা আমাদের সকলের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫