
সোনারগাঁও প্রতিনিধিঃ ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রায় ২৭ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গোটা দেশ যখন শোকে স্তব্ধ, তখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যতিক্রমী চিত্র দেখা যায়।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি অনুষ্ঠিত হয় এস এস সি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
স্থানীয় গঙ্গাবাসী অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোঃ মোরছালিন, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান এবং কৃতি শিক্ষার্থী মেহনাজ আক্তার মীম, মোঃ মুছা, মোঃ মৃদুল হাসনাত মিরাজ, ফাবিহা জাহান ও নাবিলা আক্তার। অনুষ্ঠান শেষে সোনারগাঁয়ের ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তবে জাতীয় শোক ঘোষিত এই দিনে এমন উচ্ছ্বসিত সংবর্ধনা অনুষ্ঠান এবং আয়োজকদের হাস্যোজ্জ্বল উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশে যখন সর্বত্র শোকের আবহ, তখন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আনন্দঘন পরিবেশ ও হাসিখুশি চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখযোগ্য যে, সংশ্লিষ্ট স্কুলটিতে সাম্প্রতিক সময়েও কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ রয়েছে, যা এই ধরনের আয়োজনের সময়কাল নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।
Pদেশজুড়ে যখন ‘লাশ পোড়া গন্ধ’ বাতাস ভারী করে রেখেছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বাসের প্রকাশ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।



Discussion about this post