
স্টাফ রিপোর্টার :- গাজীপুরে ‘চাঁদাবাজি ও ভূমিদস্যুতার’ অভিযোগে গাজীপুর সদর উপজেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার এবং স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন ও তাঁর সহযোগীরা সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ কয়েকজন নেতার বিরুদ্ধে ‘ভিত্তিহীন চাঁদাবাজির মামলা’ করেছেন। বক্তাদের দাবি, ইসলাম উদ্দিন গং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এক নারীকে সামনে রেখে নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছেন, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
বক্তারা বলেন, ইউনুছ আলী ও জসিম তাজ কখনোই চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয় অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগিয়ে তাঁদের সুনাম নষ্ট করতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ইসলাম উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। বক্তারা তাঁদের গ্রেপ্তার ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।



Discussion about this post