
স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ–টেলিভিশনের লোকসংগীত শিল্পী চুয়াডাঙা জেলার দর্শনার কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল বিশ্ব শান্তির দুত নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কারে ভুষিত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহি প্রায় হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি নিয়ে গবেষণা চর্চা প্রচার প্রসার ও সুস্ঠু ধারার বাংলা সংস্কৃতি লালন ও বিশিষ্ট লোকসংগঠক হিসেবে অবদান স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।শনিবার সন্ধায় রাজধানীর বাংলা মোটর বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় ও আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত কবি শ্রী পুস্পেন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চালচিত্র ও টেলিভিশন অভিনেতা জনাব খলিলুর রহমান কাদেরি।নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও টিভি উপস্হাপিকা ফারজানা মৃদুলার ুউপস্হাপনায প্রধান অতিথি বলেন বিশ্বের বর্ণবৈষম্য বিরোধী অবিসংবাদিত নেতা নেলসেন মান্ডেলার জন্মবার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে বলেন ন্যায়বিচার, শান্তিরবার্তা ছড়িয়ে দেয়া,সমাজে শান্তি প্রতিষ্ঠা, অবহেলিত নিপিড়িত মানুষের পাশে এবং তাদের সেবাই নিয়োজিতদের স্বীকৃতি স্বরুপই এই শান্তি পুরস্কার দেয়া হয়।আসা করবো আমাদের বাংলাদেশের আজ যে গুনিজনেরা বা সংগঠকগন এ পুরস্কারে ভুষিত হবেন তারাই যেন নেলসেন মান্ডেলার পথ কিছুটা হলেও অনুস্মরণ করবেন। প্রথিতযশা মিডিয়া ব্যাক্তিত্ব গবেষক সাংবাদিক ডঃ এস এম শাহানুর আলম বিশ্ব শান্তির দুত নেলসেন মান্ডেলার জীবন আদর্শ শান্তির দর্শন বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ও বলেন বাংলার ঘরে ঘরে এবং নতুন প্রজন্মের কাছে শান্তির বাণী ছড়িয়ে দিতেই এ শান্তি পুরস্কারে উদ্দেশ্য। বাংলাদেশস্হ নেলসেন মান্ডেলা ফাউন্ডেশন ও নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ যে উদ্দেশ্য এ ভাল কাজটি করছে, তা যেন যথাযথ হয়,এমন প্রত্যাশা কামনা করি। অনুস্ঠান উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের এর চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন। সংগঠনের মহা- পরিচালক জনাব রাকিব আলি শুভেচ্ছা বক্তব্যে বলেন সারাদেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এবং যাচাই বাচাই খোজখবর নিয়েই নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কার দেয়া হয়েছে, তারা সমাজে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর বিশেষ অবদান রেখেছেন তার মধ্যে থেকে বাছাই করে এমন ১৯ ব্যাক্তি ও দুটি প্রতিষ্ঠান মোট ২১ জনকে এ শান্তি পুরস্কার দেয়া হয়েছে,এর মধ্যে মনিরুজ্জামান ধীরু অন্যতম।সে সারা দেশে তো বটেই দেশের বাইরেও ঐতিহ্যবাহি ও প্রায় বিলুপ্ত হওয়া লোকসংস্কৃতির প্রচার ও লোকসংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য শিল্পকলা পদক পেয়েছে এবার,এবার তাকে নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।আমরা আসা করবো তার এই শান্তি পুরস্কার যেনে তার কাজের পরিধি আরো বাড়িয়ে সর্বত্র বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে সহায়ক ভুমিকা রাখতে পারে।তার সাফল্য সফলতা কামনা করছি।



Discussion about this post