প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
টঙ্গীতে মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষিকা, অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড পাগার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মনির হোসেন মন্ডলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদ ভান্ডারী। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুলফিকার বিশ্বাসের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সেলিম মন্ডল , ইমরান হোসেন, ওসমান মন্ডল, শরিফ হোসেন, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া প্রমূখ। এসময় বক্তারা বলেন, ইতিহাসের ভয়াবহতম এই বিমান দূর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ ৩৩ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে। সারাদেশ এই ঘটনায় শোকাহত। এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যাঁদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক। এমন ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার দাবী জানান তারা। মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]