প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
নাটোরে এক ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা-চালকের সহকারী নিহত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের গুরুদাসপুরের দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি রড বোঝাই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারী নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাকটি চালকের সহকারী আবু সাঈদ চালাচ্ছিল। পাশে বসে ছিলেন চালক নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ট ১৫-২৩০৭) একটি ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-২৫৯৬) ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। চালক নাসিম গুরুতর আহত হন। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]