প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে এসইডিপি স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ প্রদান করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্টানের আয়োজন করে। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, সহকারি কমিশনার (ভূমি) নাটোর সদর মোঃ ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা, শিক্ষক জাসমিন আহমেদ, অভিভাবক সেলিনা আক্তার ও শিক্ষার্থী সানজিদা আক্তার জেমি। অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন হলেও গুণগত মানের কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবারে সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।উল্লেখ্য এর আগে মেধাবী এই ৩৭ জন শিক্ষার্থীদের এসএসসি পর্যায় দশ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে পঁচিশ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]