
স্টাফ রিপোর্টার:- গত ১৮ জুলাই শুক্রবার দৈনিক আমাদের সংবাদে প্রকাশিত “চাঁদার দাবি ও ময়লার ব্যবসা দখল করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালালেন তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম ও আরিফ মোল্লারা” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম ও আরিফ মোল্লা। প্রতিবাদলিপিতে তারা বলেন, আমরা সব নিয়মনীতি মেনেই দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সহিত রাজনীতি করে আসছি। কোনো ধরনের অনিয়মের সঙ্গে আমারদের সম্পৃক্ততা আগেও ছিল না এবং এখনো নেই। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধ পরিকল্পিতভাবে প্ররোচনা ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। রাজনৈতিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে একটি মহলের ভুল তথ্যে ভিত্তিতে এই সংবাদ প্রচার করা হয়েছে। এমন অপপ্রচার অতীতে বহুবার হয়েছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। বিবৃতিতে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সূর্য বলেন, সদস্য সচিব সেলিম রেজা ভাই দলের একজন নিবেদিতপ্রাণ এবং কর্মী বান্ধব ছাত্রনেতা। তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো মানেই সরকারি তিতুমীর ছাত্রদলকে কলঙ্কিত করার চেষ্টা। আমরা এই অসত্য খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”



Discussion about this post