প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে স্ত্রী’র মরদেহ উদ্ধার স্বামী পলাতক

সোনারগাঁও প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শোভা(২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রায়হানের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান শোভার ঘরে ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শোভার পরিবার জানান, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালি গ্রামের শারজাহানের মেয়ে শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। শোভা একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতেন। এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে এনে থাকতে দেয়। পরিবারে থাকার সময় তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় ৩০/০৭/২০২৫ ইং সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান। কিছুক্ষণ পরে শোভার মা মানসুরা বেগম মেয়ের ঘরে গিয়ে দরজা খুলে দেখেন, শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। শোভার মা বলেন, বেলা ১১টার দিকে মেয়ের ঘরে কোনো সাড়া না পেয়ে ডাকতে যাই। দরজা খুলে দেখি, আমার মেয়ে আড়ার সঙ্গে ঝুলছে। আমার ধারণা, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]