প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ আটক-১

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরকোল এলাকায় সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (৪০)। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]