প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোনসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন ও সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে সহায়তাসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করলো ডিবি পুলিশের সাইবার ক্রাইম সেল ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা ঝিনাইদহ জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৩১.০৭.২০২৫ তারিখ দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়। এছাড়া ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তাসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করে সাইবার সেল। মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ডিবির ওসি মোঃ আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইকলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবি পুলিশের সাইবার ক্রাইম সেল বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল গঠন হওয়ায় পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]