
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন গাজীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) ও অন্যজন বায়োজিদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যায়। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মাহিমের বড় ভাই মামুন জানান, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গেও থাকা আরেকজনও মারা গেছেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Discussion about this post