প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ণ
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইয়াবাসহ দুই ভাই আটক

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক কারবারে জড়িত থাকায় দুই ভাইকে আটক করে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (৪ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। আটক রাজন ও সুমন দুই ভাই। তারা ঐ এলাকার হান্নান প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে তারা পরিচিত বলে জানা গেছে। অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]