
আল আমিন, নাটোর প্রতিনিধি :- “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর ডা. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদিকুর রহমান এবং শহর শাখার আমীর রাসেদুল ইসলাম রাসেল। এ সময় জামায়াতের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতারা বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। আমরা সেই দিনের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই।”



Discussion about this post