
শফিকুল ইসলাম শিমুল,গাজীপুর মহানগর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার প্রতিরোধ আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি’র টঙ্গী পূর্ব থানা শাখার সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন নেতাকর্মীরা আওয়ামী সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা বিজয় সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, এক বছর আগে ছাত্র-জনতার প্রতিরোধে আওয়ামী ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত হয়েছিল। আজ সেই গৌরবময় দিনের স্মরণে আমাদের বিজয় র্যালি। আওয়ামী লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে। তবে জনতার শক্তির কাছে কোনো ফ্যাসিস্ট শক্তি টিকে থাকতে পারে না এই বিশ্বাস থেকেই আমরা আন্দোলনে আছি এবং থাকব। ইনশাআল্লাহ, অচিরেই এই সরকার পতনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন,গাজীপুরসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি করেও গণআন্দোলনকে দমন করা যাবে না।



Discussion about this post