প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
নাটোরের জেলা প্রশাসকের ব্যাতিক্রমী উদ্যোগ “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উন্মুক্ত লাইবেরী -আলোকিত বাতায়ন’ উন্মুক্তকরণ”

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর জেলা প্রশাসকের ব্যতিক্রমী এক আয়োজন উন্মুক্ত লাইব্রেরি ‘আলোকিত বাতায়ন’- উন্মুক্তকরণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস (২০২৫) উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর ডিসি পার্ক চত্বরে নবনির্মিত উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন করেন। আলোকিত বাতায়ন উন্মুক্তকরণ উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস এবং এনডিসি শামীম হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বই পাঠ আয়োজন বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেনন, মানুষের মনের কলুষতা, মানুষের মাঝে যত অন্ধকার তা দূর করে আলোর দিকে ধাবিত করা এবং সমাজের ভারসাম্যহীনতা নিরসনে বই পড়ার বিকল্প নেই। কিন্তু বই কেনা আর বই পড়া নিয়ে আমাদের একটা বদনাম রয়েছে দীর্ঘদিন ধরে । এই বদনাম ঘুচাতে এবং নিজেদের ভেতর অনন্য এক ভুবন তৈরী করতে সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, দর্শন, ভূগোল, ব্যবসা–বাণিজ্য সংক্রান্ত হরেক রকম বইয়ের সমাহার ঘটিয়ে মনের ক্ষুধা মিটাতে ব্যতিক্রম এই উদ্যোগ। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ডিসি পার্কে গড়ে তুলা হয়েছে এই লাইব্রেরিটি ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]