প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
দর্শনা সাহায্য কর্মকর্তার প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনার পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। বুধবার সকাল সাড়ে ১১ টায় দর্শনার করিমপুর শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। মোঃ আনোয়ারুল ইসলাম।পরিদর্শনেকালে আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপি'র প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের', বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী। এসময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে কথা বলেন এবং তাদের স্বপ্ন, শিক্ষাজীবন ও উন্নয়ন নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। প্রতিটি শ্রেণিকক্ষে শিশুদের প্রাণবন্ত হাঁসি, আন্তরিকতা ও শিক্ষকদের নিবেদিত মনোভাব দেখে তিনি মুগ্ধ হন।বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিশুদের প্রতি সবার মমত্ববোধ এবং নিষ্ঠা দেখে তিনি অকপটে প্রশংসা করেন। তারা ভবিষ্যতে বিদ্যালয় ও শিশুদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাদের এই আন্তরিকতা ও মানবিক অঙ্গীকার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ে নতুন উদ্দীপনা ও আশার আলো ছড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]